বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেছাতে পারে বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্ট

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩১ অক্টোবর, ২০২০ ২০:৪৫

বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ১৫ নভেম্বরে।

‘প্রেসিডেন্টস কাপ’ এর পর নভেম্বরে শুরু হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। 

প্রেসিডেন্টস কাপ ফাইনালের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবার কথা ১৫ নভেম্বরে। তবে শনিবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাত থেকে ১০ দিন পিছিয়ে যেতে পারে টুর্নামেন্ট। 

তিনি জানান, বিসিবি চেষ্টা করবে টুর্নামেন্টটি সম্প্রচারের দায়িত্ব কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দিতে। আর সেজন্যই পেছাতে পারে টুর্নামেন্টটি। 

‘আমরা চেষ্টা করছি টেন্ডারটা আন্তর্জাতিক ব্রডকাস্টের জন্য।  সেহেতু কিছু সময় (বিলম্ব) হতে পারে, ১৫ নভেম্বরের পরিবর্তে ৭ থেকে ১০ দিন পেছাতেও পারে। কিন্তু আমরা এখনও ১৫ তারিখ ধরে রেখেছি,’ বলেন জালাল ইউনুস। 

 টুর্নামেন্টের জন্য স্পন্সর আহ্বান করেছে বিসিবি। জালাল ইউনুস জানান, আগ্রহ দেখিয়েছে অনেক প্রতিষ্ঠান। দল নির্বাচন কেমন হবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্পন্সর নিশ্চিত করার পরই সিদ্ধান্ত নেওয়া হবে কীভাবে হবে দল বাছাই। 

‘স্পন্সর কনফার্ম হলে আমরা আসলে বলতে পারবো (দল নির্বাচন) কী আদলে হবে। আলাপ আলোচনা করেছি, এটা প্লেয়ার্স ড্রাফটও হতে পারে বা লটারির মাধ্যমে পাঁচটা দল নির্বাচক কমিটি ঠিক করে দিবে। এটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না,’ বলেন তিনি। 

টুর্নামেন্টের পাঁচ দলে থাকবার কথা পাঁচ আইকন ক্রিকেটারের। সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা সেই আইকনদের মধ্যে থাকবেন কি না, সেই প্রশ্নের জবাবে জালাল জানালেন, ব্যাপারটি নির্ভর করছে মাশরাফির ফিটনেসের ওপর। 

‘মাশরাফি বলেছে সে আনফিট। এর মধ্যে যদি সে ফিট হয়ে যায়, এসে যদি রিপোর্ট করে সে ঠিকঠাক আছে তাহলে সে থাকবে। আর আইকন এখনো অনিশ্চিত। যখন আনুষ্ঠানিকভাবে যখন বলবো তখনই বুঝতে পারবেন কারা হচ্ছে,’ বলেন জালাল। 

এ বিভাগের আরো খবর