বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কঠিন অভিজ্ঞতা থেকে শিখতে চান আকবর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩১ অক্টোবর, ২০২০ ১৮:৫৪

প্রেসিডেন্টস কাপে তামিম একাদশে সুযোগ পান আকবর। দুই ম্যাচ খেলে রান করেন তিন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হয়ে শিরোপা ঘরে এনেছিলেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। সাফল্য পাওয়ার পর মুদ্রার অন্য দিক দেখতেও তার সময় লাগেনি বেশি।

প্রেসিডেন্টস কাপে তামিম একাদশে সুযোগ পান আকবর। খেলেন দুই ম্যাচে। রান করেন তিন। 

তাতে দমে যাবার পাত্র নন আকবর। হাই-পারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে ক্যাম্পে থাকা এই ক্রিকেটার জানান প্রেসিডেন্টস কাপের কঠিন অভিজ্ঞতা থেকে তিনি শিখতে চান।

‘ব্যক্তিগতভাবে একটা কঠিন অভিজ্ঞতা হয়েছিল কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। এক সপ্তাহের বেশি সময় ছিলাম এক সাথে, অনেক ইতিবাচক জিনিস আমরা শিখতে পেরেছি,’ বলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। 

এইচপি ক্যাম্পে আকবরসহ ক্রিকেটাররা আছেন ব্রিটিশ কোচ টোবি র‍্যাডফোর্ডের অধীনে। র‍্যাডফোর্ড কাজ করেছেন তার ব্যাটিং নিয়ে জানান আকবর। 

‘ব্যাটিং নিয়ে কাজ করছেন। সবার ভিডিওগুলো দেখছেন। সে ভিডিওগুলো দেখে হয়তো একটা আউটপুট দিবেন যে আমাদের এটা উন্নতি করা দরকার বা এই জায়গায়গুলো সামনে এগোনো দরকার,’ বলেন সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ক। 

এইচপি ক্যাম্প থেকে উন্নতি করাটাই মূল লক্ষ্য আকবরের। তিনি বলেন, ‘আগে যেখানে ছিলাম সেখান থেকে উন্নতি করাটাই মূল লক্ষ্য। এখন এইচপিতে আছি তো এখান থেকেই সর্বোচ্চ শেখার চেষ্টা করছি, এখানেই যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি।’

এ বিভাগের আরো খবর