প্রেসিডেন্টস কাপে নজর কেড়েছিলেন পেসাররা। রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আল-আমিন হোসেন, সুমন খানরা নিজেদের ফিটনেস ও স্কিলের প্রদর্শনী করেছেন টুর্নামেন্টে।
ফাস্ট বোলারদের উত্থানে উচ্ছ্বসিত বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের। তবে, দেশের বাইরেও তিনি দেখতে চান এমন সাফল্য। সেজন্য তার পরামর্শ মানসম্মত উইকেটে তৈরি।
শ্রীলংকা ও ভারতের উদাহরণ টেনে তালহা বলেন, ভালো উইকেট হলে শুধু ফাস্ট বোলার না, তৈরি হবে মানসম্মত ব্যাটসম্যানও।
‘শ্রীলংকা বা ভারতে দেখেন। ওই রকমই কিন্তু (স্পোর্টিং) উইকেট হয়। পেসারও বের হচ্ছে। মানসম্মত ব্যাটসম্যানও বের হচ্ছে। কারণ এই বোলারদের খেলতে হলে কোয়ালিটি ডেভেলপ করতে হয়। এই ধরণের পিচে খেললে আমরা অবশ্যই লাভবান হব,’ বলেন সাতটি টেস্ট ম্যাচ খেলা এই পেসার।
দেশের বাইরে টেস্ট জিততে পেসারদের বিকল্প নেই এমনটা মানেন তালহা। তিনি যোগ করেন, ‘২০টি উইকেট না নিলে টেস্ট ম্যাচ জিতবেন না। আপনি তো সব সময় দেশের মাটিতে খেলবেন না যে স্পিনিং উইকেট দিয়ে অন্য দলকে পরাস্ত করবেন। বাইরের দেশে গেলে পেসারদেরই লাগবে’।
পিচের কারণে যথেষ্ট উন্নতি করতে পারেনি তাদের প্রজন্ম এমন আক্ষেপ নিয়ে তালহা বলেন, ‘আমরা যখন খেলতাম তখন অনেকভাবে এই বিষয়টি দাবি করেছি যে আমাদের স্পোর্টিং উইকেট দেন। সব সময় ফ্ল্যাট উইকেটে খেলেছি যেটা আমাদের নিরুৎসাহিত করেছে। কারণ যতই চেষ্টা করি না কেন, বল তো উইকেট কিপারের কাছে জোরে যেতো না। উইকেটে কোন সাহায্যই থাকতো না।’