প্রেসিডেন্টস কাপের পর নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করতে যাচ্ছে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যা শুরু হচ্ছে ১৫ নভেম্বর।
টুর্নামেন্ট শুরুর আগে ৭৫ থেকে ৮০ জন খেলোয়াড়কে নিয়ে তৈরি করা হবে ড্রাফট তালিকা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে ফিটনেস পরীক্ষা দিয়ে পাস করতে হবে ক্রিকেটারদের।
জাতীয় দল, হাই পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-১৯ দলের বাইরে থাকা খেলোয়াড়দের ফিটনেস যাচাই করে নিতে চায় বিসিবি। প্রেসিডেন্টস কাপ শুরুর আগে খেলোয়াড়রা সকলেই অংশ নিয়েছিলেন স্কিল ক্যাম্পে। আলাদা করে ফিটনেস টেস্ট করা হয়নি।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘লকডাউনের সময় জাতীয় দল, এইচপি এবং অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। তাদের এই প্রচেষ্টার ফলেই খুব দ্রুত দলগত অনুশীলন ও ম্যাচ খেলার সাথে মানিয়ে নিতে পেরেছিলেন।’
তিনি যোগ করেন, ‘আশা করছি যে ক্রিকেটাররা এই সেটআপের বাইরে ছিলেন, তারাও নিজেদের ব্যক্তিগত ফিটনেস নিয়ে পরিশ্রম করেছেন এবং ফিটনেস পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে আসবেন।’
ফিটনেস পরীক্ষার তারিখ খেলোয়াড়দের ড্রাফট সম্পন্ন করবার পর জানাবে বিসিবি।