২৬ উদীয়মান ক্রিকেটারকে নিয়ে বুধবার শুরু হয়েছে হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। তরুণদের সামনে ব্যস্ত সময়। ক্যাম্প শেষ হতে না হতেই শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জানুয়ারির শেষ দিকে হতে পারে আরেকটি ক্যাম্প। যার পর বাংলাদেশ সফরে আসার কথা আয়ারল্যান্ড এ দলের।
আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজের পর এইচপি দলকে ইংল্যান্ড সফরে পাঠাতে চান তোবি র্যাডফোর্ড।
ইচ্ছার পিছনে যুক্তিও পরিষ্কার এই ব্রিটিশ কোচের। তার মতে কঠিন কন্ডিশনে খেলে খেলোয়াড়রা ভবিষ্যতের জন্য তৈরি হবেন।
‘ইংল্যান্ডের মতো কোথাও সফরে যেতে আমি আগ্রহী। অপরিচিত পরিবেশে খেলোয়াড়দের জন্য একটি ভালো পরীক্ষা হবে। এই খেলোয়াড়রা যদি ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলে, তাহলে তাদের কোনো না কোনো সময় লর্ডসে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড বা ক্রিস ওকসের মুখোমুখি হতে হবে।’
সেই পর্যায়ের আগেই তাদের এমন পিচে খেলা প্রয়োজন যেখানে বল সুইং করে। সিম মুভমেন্ট হয়। এটিতে অভ্যস্ত হওয়া খুবই কঠিন। এমন কন্ডিশনে অভ্যস্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে অনুশীলন। সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের পরিচিত পরিবেশের বাইরে গিয়ে খেলা,’ বলেন র্যাডফোর্ড।