মিরপুরের অ্যাকাডেমি মাঠে চলছে হাই-পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন ক্যাম্প। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদীয়মান খেলোয়াড়রা অনুশীলন করছেন ইংলিশ কোচ টোবি র্যাডফোর্ডের অধীনে।
বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করেন তিনি। ব্যাটসম্যানদের লাল বলে ফুটওয়ার্ক, ব্যাকলিফট, হেড পজিশনসহ ব্যাটিং এর খুঁটিনাটি অনুশীলন করা।
কেন লাল বল? সেই প্রশ্নের উত্তর র্যাডফোর্ড দিলেন বিকেলের অনলাইন প্রেস কনফারেন্সে। জানালেন, তার লক্ষ্য টেস্ট ক্রিকেটার তৈরি করা। সেজন্য লাল বলে অনুশীলন। এই দুই সপ্তাহের ক্যাম্পের প্রায় পুরোটিই হবে লাল বলে, এটিও জানান এই ইংলিশ কোচ।
কারণ হিসেবে তার আগে যোগ করেন, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হেড কোচ থাকার সময় তিনি দেখেছিলেন, সীমিত ওভারে দারুণ করলেও টেস্টে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
‘এটা বোর্ডকে এবং খেলোয়াড়দের বলেছি যে, এমন কয়েকজন খেলোয়াড় তৈরি করতে চাই যারা টেস্টে খুব ভালো করবে। যেন তারা টেকনিক্যালি খুব ভালো হয়। ৯০ মাইল গতির বল খেলতে পারে। যেন পাঁচ ঘন্টা ব্যাট করতে পারে ও লম্বা স্পেলে বল করতে পারে,’ বলেন র্যাডফোর্ড।
র্যাডফোর্ড চাইছেন চিন্তাশীল ক্রিকেটারদের। যারা নিজেদের খেলা নিজেরাই বিশ্লেষন করতে পারবে। তিনি বলেন, ‘আমি চাই চিন্তাশীল ক্রিকেটার। যাদের শুধু আমি নির্দেশনা দেবো না। যখন কোচ আশেপাশে না থাকে, তারা যেন নিজেদের খেলা নিয়ে নিজেরাই কাজ করতে পারে,’ বলেন র্যাডফোর্ড।
তিনি যোগ করেন, ‘যখন ক্রিকেটাররা মাঠে প্রবেশ করে, তখন তারা একা। সুতরাং আপনার সুতরাং তাদের ওই নমনীয়তা থাকতে হবে পরিস্থিতি বোঝার এবং সেই অনুযায়ী খেলার। যদি তাদের ভালোভাবে কোচিং করাই, তাহলে এমন খেলোয়াড় তৈরি করতে পারব যারা সেতা নিজেরাই যাচাই করতে পারে।’
২৬ জন খেলোয়াড় নিয়ে ২৭ অক্টোবর শুরু হয়েছে এইচপি দলের ক্যাম্প। চলবে ১২ নভেম্বর পর্যন্ত।