বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিব মুক্ত

  •    
  • ২৯ অক্টোবর, ২০২০ ০০:০৮

ভারতের দীপক আগারওয়াল নামের এক জুয়াড়ি ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সাকিবকে, সেই প্রস্তাবের কথা আইসিসিকে না জানানোয় এক বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। 

২৯ অক্টোবর, ২০১৯ এ থমকে যায় বাংলাদেশ ক্রিকেট। এরপর পৃথিবী সূর্যকে ঘুরে এসেছে একবার। অপেক্ষার প্রহর ফুরিয়েছে সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞার শৃঙ্খল আর নেই মাগুরার ফয়সালের হাতে। 

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। ভারতের দীপক আগারওয়াল নামের এক জুয়াড়ি ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সাকিবকে, সেই প্রস্তাবের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোয় শাস্তি পান তিনি। 

প্রাথমিকভাবে নিষেধাজ্ঞার জন্য সাকিবের খেলতে না পারার কথা ছিল বাংলাদেশের হয়ে আটটি সিরিজ, একটি এশিয়া কাপ ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে করোনাভাইরাস মহামারির কারণে মাত্র দুটি সিরিজ শেষ করতে পেরেছে বাংলাদেশ। পাকিস্তান সফরের এখনও বাকি একটি টেস্ট ও একটি ওয়ানডে। পিছিয়ে গেছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপও। সাকিব তাই খুব বেশি ম্যাচ মিস করে গেছেন, এমনটি নয়। 

এক বছর আগে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। 

  সাকিবের ফেরা: কখন, কীভাবে 

নিষেধাজ্ঞা শেষ হলেও সাকিবকে মাঠে ফেরার জন্য অপেক্ষা করতে হবে অন্তত ১৫ দিন। সাকিবের ফেরার কথা ছিল এই অক্টোবর-নভেম্বরের বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে। তবে কোয়ারেন্টিন সময়সীমা নিয়ে দুই বোর্ডের বিপক্ষ অবস্থানে হয়নি সেই সিরিজ। ফলে সাকিবেরও ফেরা হয়নি। 

সেই সিরিজে ফেরা উপলক্ষ্যে বিকেএসপিতে নাজমুল আবেদীন ফাহিম ও সালাহউদ্দিন আহমেদের অধীনে চার সপ্তাহ নিবিড় অনুশীলন করেছিলেন সাকিব। শ্রীলংকা সফর না হওয়ায় যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান তিনি। 

নিষেধাজ্ঞার কারণে সাত মাস পর বাংলাদেশে ক্রিকেট ফেরানো ‘প্রেসিডেন্টস কাপ’ এ খেলতে পারেননি সাকিব। তবে আগামী ১৫ নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আয়োজনে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট দিয়েই সাকিব ফিরবেন- ‘প্রেসিডেন্টস কাপ’ এর ফাইনালের পর এমনটিই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বলেছিলেন, টুর্নামেন্ট শুরুর সাত থেকে দশ দিন আগেই দেশে ফিরবেন সাকিব। 

‘সাকিব চলে আসবে। টুর্নামেন্টের আগে তো বটেই। আরও আগেও হতে পারে। ও এক সপ্তাহ বা ১০ দিন আগে অবশ্যই আসবে। ও আমাদের এই টুর্নামেন্ট খেলবে- এটা নিশ্চিত করেছে। এরমধ্যে ওর দলও হয়ে যাবে,’ বলেন বিসিবি সভাপতি। 

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে অবশ্য আরেকটু সময় লাগবে সাকিবের। কেননা জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরের আগে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই বাংলাদেশের। 

বাংলাদেশ জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ বলছেন, বিসিবির উচিত খুব শিগগিরই একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করা।

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য আমার পরামর্শ থাকবে যত দ্রুত সম্ভব কোনো একটা সিরিজ আয়োজন করা। সেটা জিম্বাবুয়ে হলেও। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা খুব জরুরি।’

এক বছরের বিরতির প্রভাব 

এক বছর পর ফিরছেন সাকিব, সেই প্রভাব পড়তে পারে পারফরম্যান্সে। 

 

সাত মাস পর খেলতে নেমে ‘প্রেসিডেন্টস কাপ’ এ ব্যাটসম্যানদের দৈন্যদশা ছিল স্পষ্ট। টুর্নামেন্টজুড়েই রাজত্ব করেছেন বোলাররা। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের ওপর এই এক বছরের বিরতি কেমন প্রভাব ফেলবে, সে নিয়েও এসেছে প্রশ্ন। 

সেই প্রশ্নের উত্তরে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসান বলেন, তিনি আশা করছেন না সাকিব ফিরেই চমকপ্রদ কিছু করবেন। রকিবুল হাসান চান যেন তিনি ভুল প্রমাণিত হন। 

‘সাকিব এসেই দারুণ চমকপ্রদ কিছু করে ফেলবে, এমনটি আমি আশা করি না। তবে আমি একই সঙ্গে এটিও আশা করি যেন আমার এই ধারণা ভুল হয়। এটা আমার প্রত্যাশার ওপরে ভিত্তি করে বলা। কিন্তু আমার মাথা বলে, এটা খুবই কঠিন হবে,’ বলেন রকিবুল।

তার এরূপ চিন্তার কারণ ব্যাখ্যা করেন রকিবুল। জানান, সাকিব এই এক বছরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি। তাই তার জন্য হুট করে ভালো করাটা কঠিন হবে। তবে অন্য খেলোয়াড়দের তুলনায় সাকিবের সময় কম লাগবে বলে মনে করেন রকিবুল। 

তিনি বলেন, ‘সে একটি বছর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি। ওই ধরনের প্রোপার ট্রেনিংয়ের মধ্যে থাকার সুযোগও সে পায়নি। এর মাঝে করোনা চলে এসেছে। পারিবারিক ব্যাপার ছিল। তার মেয়ে হয়েছে; তাকে ট্রাভেল করতে হয়েছে।'

'কিন্তু কোনো সন্দেহ নেই যে সে একজন বিশ্বমানের খেলোয়াড়। তার জন্য ফেরার ব্যাপারটি অন্য খেলোয়াড়দের তুলনায় সহজ হবে। এই মুহূর্তে আমি বলব, সাকিব একটু সময় নেবে’, যোগ করেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

এ বিভাগের আরো খবর