বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

র‍্যাংকিংয়ের শীর্ষে থেকে ফিরতে পারেন সাকিব

  •    
  • ২৯ অক্টোবর, ২০২০ ০০:০৯

আইসিসির নিয়মানুযায়ী, দেশের হয়ে প্রতিটি ম্যাচ মিস করার জন্য একজন খেলোয়াড় তার রেটিং পয়েন্টের আধা শতাংশ (১/২ %) হারান। অর্থাৎ প্রতি ম্যাচের জন্য সাকিব হারাবেন ১.৯৭ পয়েন্ট করে। সাকিবের নিষেধাজ্ঞা চলাকালীন বাংলাদেশ ওয়ানডে খেলেছে তিনটি। তিন ম্যাচ মিলে সাকিব পয়েন্ট খোয়াবেন ৫.৯১ কিংবা ৬। তার মানে আপডেটে সাকিবের ফেরার কথা ৩৮৮ পয়েন্ট নিয়ে, যা নিশ্চিত করে শীর্ষস্থান।

এক বছরের নিষেধাজ্ঞা শেষ সাকিব আল হাসানের। এক বছর আগে জুয়াড়ির প্রস্তাব লুকানোয় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। 

নিষিদ্ধ হওয়ার ঠিক আগে আগে সাকিব ছিলেন ওয়ানডে র‍্যাংকিংয়ে বিশ্বসেরা। টেস্টে তৃতীয় ও টি-টোয়েন্টিতে দ্বিতীয়।

সাকিব কবে র‍্যাংকিং তালিকায় ফিরবেন, এই প্রশ্নের জবাব চেয়ে আইসিসিকে ইমেইল করা হয়। জবাবে আইসিসি'র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার রাজশেখর রাও নিউজবাংলাকে জানিয়েছে, সাকিব র‍্যাংকিংয়ে ফিরবেন যখন আইসিসি তাদের র‍্যাংকিং আপডেট করবে।

সাধারণত প্রতিটি টেস্ট ম্যাচ শেষ হওয়ার এবং প্রতিটি ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার ১২ ঘণ্টার ভেতর র‍্যাংকিং আপডেট করে আইসিসি। 

টেস্টে সেটি হতে দেরি আছে। নভেম্বরে নেই কোনো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। ৩০ অক্টোবর শুরু হতে যাচ্ছে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শেষ হবে ৩ নভেম্বর। তার পরপরই হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা শেষ হবে ১০ নভেম্বর। 

সাকিব ওয়ানডে র‍্যাংকিংয়ে ফিরবেন ৪ নভেম্বরে। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১১ নভেম্বর।  

নিষিদ্ধ হওয়ার আগে ৩৯৪ পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষে ছিলেন সাকিব। ৩৯৭ পয়েন্ট নিয়ে টেস্টে ছিলেন তিন নম্বরে। টি-টোয়েন্টিতে দুইয়ে ছিলেন ৩৫৫ পয়েন্ট নিয়ে।

সাকিব তার নিষেধাজ্ঞার জন্য কোনো ডিমেরিট পয়েন্ট পাবেন কি না- এই প্রশ্নে আইসিসি'র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার রাজশেখর রাও নিউজবাংলাকে জানিয়েছে, কোনো ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন না সাকিব। তবে তিনি বাংলাদেশের হয়ে যত ম্যাচ খেলতে পারেননি, সেগুলোর জন্য তার রেটিং থেকে কিছু পয়েন্ট কাটা হবে। 

নিষিদ্ধ হবার আগে সাকিব ছিলেন ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিং এর শীর্ষে। ছবি: আইসিসি

আইসিসির নিয়মানুযায়ী, দেশের হয়ে প্রতিটি ম্যাচ মিস করার জন্য একজন খেলোয়াড় তার রেটিং পয়েন্টের আধা শতাংশ (১/২ %) হারান। অর্থাৎ প্রতি ম্যাচের জন্য সাকিব হারাবেন ১.৯৭ পয়েন্ট করে। সাকিবের নিষেধাজ্ঞা চলাকালীন বাংলাদেশ ওয়ানডে খেলেছে তিনটি। তিন ম্যাচ মিলে সাকিব পয়েন্ট খোয়াবেন ৫.৯১ বা ৬। তার মানে আপডেটে সাকিবের ফেরার কথা ৩৮৮ পয়েন্ট নিয়ে, যা নিশ্চিত করতে পারে শীর্ষস্থান।

কারণ বর্তমানে শীর্ষে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবির পয়েন্ট ৩০১, যা অনেকটাই পেছনে। বর্তমানে শীর্ষ পাঁচ ওয়ানডে অলরাউন্ডারের মধ্যে পাকিস্তানের ইমাদ ওয়াসিম ছাড়া আর কেউই পরবর্তী আপডেটের আগে মাঠে নামবেন না। 

টেস্টে একজন খেলোয়াড় একটি ম্যাচ না খেললে হারান তার সর্বমোট রেটিং পয়েন্টের এক শতাংশ। সাকিব টেস্ট ম্যাচ প্রতি পয়েন্ট হারাবেন ৩.৯৭ করে। সাকিব তার নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের টেস্ট মিস করেছেন চারটি। তার মানে সাকিব হারাবেন প্রায় ১৬ পয়েন্ট। তার পয়েন্ট দাঁড়াবে ৩৮১। এই পয়েন্ট নিয়ে সাকিব ফিরবেন চার নম্বরে। তার উপরে থাকবেন জেসন হোলডার, বেন স্টোকস ও রভিন্দ্র জাদেজা। 

এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সাকিব ওয়ানডেতে সেরা অলরাউন্ডার হিসেবেই ফিরবেন কিনা।

কেননা, আইসিসি র‍্যাংকিংয়ের নিয়মানুযায়ী লিস্টে জায়গা পাবেন তারাই, যারা গত নয় থেকে ১২ মাসের মধ্যে ওয়ানডে খেলেছেন, যা সাকিব খেলেননি।

তবে টেস্টে চার নম্বরে থেকেই ফিরছেন সাকিব। সেটি প্রায় নিশ্চিত। কারণ শেষ ১৫ মাসের ভেতর টেস্ট খেলেছেন এই বাঁহাতি অলরাউন্ডার, ২০১৯ সালের সেপ্টেম্বরে  আফগানিস্তানের বিপক্ষে। 

এ বিভাগের আরো খবর