প্রেসিডেন্টস কাপ শুরুর আগেই ঘোষণা করা হয়েছিল সেরা খেলোয়াড়, ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডারকে দেওয়া হবে পুরস্কার। মুশফিকুর রহিম পেয়েছেন ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি। ইরফান শুক্কুর হয়েছেন সেরা ব্যাটসম্যান।
টুর্নামেন্টে সর্বোচ্চ ২১৯ রান করেছেন মুশফিক। দুই ফিফটি ও এক সেঞ্চুরি তুলে নিয়েছে এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তার দলেরই ইরফান ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। দুই ফিফটিসহ রান করেছেন ২১৪। তিনি পেয়েছেন টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কার।
টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে রুবেল হোসেন নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা বোলার। টুর্নামেন্টে নয় ডিসমিসাল করে সেরা ফিল্ডারের ট্রফি জিতেছেন নুরুল হাসান সোহান।
পুরস্কার হিসেবে মুশফিক পেয়েছেন দুই লাখ টাকা। ইরফান, সোহান ও রুবেল পেয়েছেন এক লাখ টাকা করে।
এগুলো ছাড়াও বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার ছিল টুর্নামেন্টে। ‘কামব্যাক প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ ও ‘প্রমিসিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ এর সঙ্গে পাঁচ জন পান ‘প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড’।
সাত উইকেট তুলে নিয়ে ‘কামব্যাক প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হয়েছেন তাসকিন আহমেদ। উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পান লেগ স্পিনার রিশাদ হোসেন।
‘প্রেসিডেন্টস স্পেশাল এওয়ার্ড’ পাওয়া পাঁচজন হলেন মোহাম্মদ সাইফুদ্দিন, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান ও সুমন খান।