প্রেসিডেন্টস কাপের ফাইনালে নাজমুল একাদশের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুল্লাহ একাদশ।
দুই দলই এনেছে পরিবর্তন। নাজমুল একাদশে আবু জায়েদ রাহি ও পারভেজ হোসেন ইমনের পরিবর্তে ফিরেছেন নাঈম হাসান ও সাইফ হাসান। কাঁধের চোট থেকে সেরে ওঠা মুশফিকুর রহিম একাদশে থাকলেও উইকেটকিপার হিসেবে খেলছেন ইরফান শুক্কুর।
মাহমুদুল্লাহ একাদশে নাঈম শেখ, রকিবুল হাসান ও আবু হায়দার রনির জায়গায় জায়গা পেয়েছেন মুমিনুল হক, আমিনুল ইসলাম বিপ্লব ও সুমন খান।
দুই দলের আগের দুইবারের দেখায় জয় পায় নাজমুল একাদশ। আরও পড়ুন: মাহমুদুল্লাহ-নাজমুলের শিরোপা লড়াই
নাজমুল একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটকিপার), তাসকিন আহমেদ, নাঈম হাসান, নাসুম আহমেদ, আল-আমিন হোসেন।
মাহমুদুল্লাহ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, রুবেল হোসেন, এবাদত হোসেন (সুপার-সাব)।