বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাহমুদুল্লাহ-নাজমুলের শিরোপা লড়াই

  •    
  • ২৪ অক্টোবর, ২০২০ ২১:৩০

দুই দলের আগের দুই ম্যাচে জয় পেয়েছিলো নাজমুল একাদশ। ফাইনাল শুরু হচ্ছে রোববার দুপুর দেড়টায়।

সাত মাস পর দেশে ক্রিকেট ফিরিয়ে আনা প্রেসিডেন্টস কাপের বাকি আর এক ম্যাচ। রোববার ফাইনালে মুখোমুখি হচ্ছে নাজমুল একাদশ ও মাহমুদুল্লাহ একাদশ।

ফাইনাল হওয়ার কথা ছিল শুক্রবার ২৩ অক্টোবর। কিন্তু আবহয়াওয়ার কথা মাথায় রেখে ফাইনাল ম্যাচ দুই দিন পিছিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

টুর্নামেন্টের লিগ পর্বে আধিপত্য দেখিয়েই ফাইনালে উঠেছে নাজমুল একাদশ। চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালে পৌছেছে তারা। মাহমুদুল্লাহ একাদশ তামিমের দলের বিপক্ষে দু’টি ম্যাচ জিতলেও নাজমুলের দলের বিপক্ষে দুই ম্যাচের দুই বারই হেরেছে।  

ফাইনালের আগে নাজমুলের চিন্তা ছিল দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের কাঁধের চোট। তার জন্য আশার কথা চোট থেকে সেরে উঠছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

মাহমুদুল্লাহ একাদশের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব চোটের কারণে খেলতে পারেননি লিগ পর্বের শেষ দুই ম্যাচ। ফাইনালে খেলতে পারেন তিনি। 

 

করোনা-পরবর্তী এই টুর্নামেন্টে ফাইনালে উঠতে পেরে আনন্দিত মাহমুদুল্লাহ রিয়াদ। শিরোপা জিততে মুখিয়ে আছে তার দল। 

‘আলহামদুলিল্লাহ আমরা ফাইনালে উঠেছি। বুধবারের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা ভাগ্যবান যে ফাইনাল খেলছি। একদিক থেকে ভালো লাগছে কারণ অনেক দিন পরে একটা টুর্নামেন্ট খেলছি, যেহেতু কোভিডের সময় ক্রিকেটও বন্ধ ছিল এবং  বিসিবির উদ্যোগে আমরা সবাই ভাল একটা টুর্নামেন্ট খেলছি এবং সেটার ফাইনাল খেলতে পারছি। সো সেদিক থেকে আমরা সবাই মুখিয়ে আছি ভালো ফাইনাল যেন খেলতে পারি,’ বলেন মাহমুদুল্লাহ। 

ফাইনালে তার প্রতিপক্ষ দলের অধিনায়ক নাজমুলও আনন্দিত ফাইনালে উঠতে পেরে। অপেক্ষা করছেন ফাইনালে সেরা পারফর্ম করার। 

‘পুরো টুর্নামেন্টটাই অনেক এনজয় করেছি, ভালো লেগেছে। সবচেয়ে বড় দিক ছিল যে অনেক দিন পরে মাঠে এরকম একটা টুর্নামেন্ট খেলতে পারলাম। অবশ্যই ভালো লাগছে এরকম একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে। সবাই অনেক এনজয় করেছি এই টুর্নামেন্ট। আর আশা করছি ফাইনালেও ভালো কিছুই হবে,’ বলেন শান্ত। 

আবহাওয়ার জন্যই ফাইনাল পেছানো হয়েছে কিন্তু সেই আবহাওয়ার পূর্বাভাসই বলছে বৃষ্টি হতে পারে রোববারেও। পুরো খেলার সময়জুড়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা।  

এ বিভাগের আরো খবর