ভারতীয় সাবেক অলরাউন্ডার কপিল দেবের হার্ট সার্জারি সফল ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে হার্ট অ্যাটাকের পর দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় ভারতের বিশ্বকাপ জয়ী প্রথম অধিনায়ককে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এনজিওপ্লাাসটি করা হয়েছে কপিলের। তিনি বিপদমুক্ত আছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রাত নয়টার দিকে টুইটারে ৬১ বছরের কপিল নিজেই জানান তিনি এখন,'ভালো আছেন এবং দ্রুত আরোগ্যের পথে।'
শুক্রবার বিকেলে ভারতীয় দৈনিক ইকোনমিক টাইমসের সাংবাদিক টিনা থ্যাকারে টুইটারের মাধ্যমে প্রথম কপিলের অসুস্থতার খবর জানান। টুইটারে টিনা লেখেন,‘কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হার্ট অ্যাটাক করেছেন। দিল্লির একটি হাসপাতালে এনজিওপ্লাসটি করানো হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
দেশের হয়ে ১৩১ টেস্টে ৫,২৪৮ রান ও ৪৩৪টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। ২২৫টি ওয়ানডেতে ৩,৭৮৩ রান ও ২৫৩টি উইকেট তার। সূত্র: বাসস।