বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিবের কাছে অলৌকিক প্রত্যাশা নেই ডমিঙ্গোর

  •    
  • ২২ অক্টোবর, ২০২০ ২২:২৬

ফিরে এসেই সাকিব চমকপ্রদ একটা কিছু করে দেখাবেন মাঠে তেমনটা প্রত্যাশা নেই ডমিঙ্গোর।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি থেকে পাওয়া সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৮ অক্টোবর। ২৯ অক্টোবর মাঠে ফিরতে পারবেন সাকিব। 

প্রেসিডেন্টস কাপে খেলতে না পারলেও সাকিব খেলবেন নভেম্বরের টি টোয়েন্টি টুর্নামেন্টে। বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানান নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন সাকিব। ফিরে এসেই সাকিব চমকপ্রদ একটা কিছু করে দেখাবেন মাঠে তেমনটা প্রত্যাশা নেই ডমিঙ্গোর।

‘গতকাল তার সাথে কথা হয়েছে। সে ফিটনেস নিয়ে কঠিন পরিশ্রম করছে। সাকিব অন্যান্য অনেক খেলোয়াড়ের মতই, তাদের ক্রিকেটের সঙ্গে অভ্যস্ত হয়ে নিতে হয়। সুতরাং আপনারা যদি আশা করে থাকেন যে ফিরে এসেই সে অলৌকিক কিছু করে ফেলবে, তাহলে আপনাদের ধৈর্য ধরা প্রয়োজন। সে এক বছর হয়ে গেলো ক্রিকেট খেলেনি,’ বলেন ডমিঙ্গো। 

সাবেক প্রোটিয়া কোচের মতে সাকিবের আত্মবিশ্বাস খুঁজে পেতে সামান্য সময় লাগবে। ডমিঙ্গো আশা করছেন বাংলাদেশের হয়ে দারুণ এক ২০২১ কাটাবেন সাকিব। 

‘সে খেলবার জন্য মুখিয়ে আছে। সে বিশ্বের সেরা অলরাউন্ডার। কিন্তু তার নিজের পথ খুঁজে নিতে হবে। প্র্যাকটিস আর ম্যাচ খেলার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। পায়ের নীচে মাটি খুঁজে নিতে এবং আত্মবিশ্বাস পেতে তার সময় লাগবে। আমরা জানি সে একজন দারুণ খেলোয়াড়। তাই আশা করছি যে সে বাংলাদেশের হয়ে দারুণ একটি ২০২১ কাটাবে,’ আশাবাদ ডমিঙ্গোর।

এ বিভাগের আরো খবর