প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন রুবেল হোসেন। তার পারফর্মেন্স মনে ধরেছে বিসিবি নির্বাচক প্যানেলের। এই পেসার অবশ্য নিজে মনে করেন স্লগ ওভারে বোলিং নিয়ে তার আরও কাজ করতে হবে।
করোনা বিরতির পর রুবেলের বোলিংয়ে ফিরেছে পুরনো গতি, ধার ও ছন্দ। যা চোখে পড়েছে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। বিসিবির এই নির্বাচক বলেন,‘আমার মনে হয় দীর্ঘ সময় পর সে নিজের সেরা আবয়ব ফিরে পেয়েছে। আশার বিষয় হচ্ছে এক মুহুর্তের জন্য তার ছন্দে কোন ছেদ পড়েনি।’
বোলিংয়ে উন্নতির কৃতিত্ব রুবেল দিতে চান বোলিং কোচ ওটিস গিবসনকেই। কারণ গিবসন তাকে সুইং নিয়ন্ত্রণ করা শিখিয়েছেন। রুবেল বলেন,‘আমি নতুন বলের বোলিং নিয়ে গিবসনের সঙ্গে কাজ করেছি। তিনি শিখিয়েছেন কিভাবে সুইং নিয়ন্ত্রন করতে হয়। আর যখন সুইং নিয়ন্ত্রন করতে শিখলাম তখন বোলিং নিঁখুত হতে লাগল।’
আন্তর্জাতিক ক্রিকেটে ডেথ বোলিংয়ে বরাবরই খরুচে রুবেল। বোলিংয়ের এই দিক নিয়ে নিজেও সচেতন এই অভিজ্ঞ পেসার। তিনি বলেন,‘আমার লক্ষ্য ডেথ ওভারে প্রতিপক্ষের রান রেট নিয়ন্ত্রন করা। নিজেকে পরিপূর্ণ বোলার হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে স্লগ ওভারে ভাল বল করতে হবে।’