ব্যাটিং ব্যর্থতা এবং বৃষ্টির যে ধারাবাহিকতা পেয়ে বসেছে বিসিবি প্রেসিডেন্টস কাপকে, লিগ পর্বের শেষ ম্যাচে এসেও তা পাল্টায়নি। ১৫ ওভার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর ৫টা ২০মিনিটে শুরু হচ্ছে ম্যাচ। প্রতি ইনিংস থেকে কাটা হয়েছে নয় ওভার করে।
দুপুরে তামিম একাদশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে নাজমুল একাদশ। বাজে শট খেলে শুরুতেই বিদায় নেন দুই ওপেনার সৌম্য সরকার ও পারভেজ হোসেন ইমন। বেশিক্ষণ টেকেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। মুস্তাফিজুর রহমানের প্রথম বলে ফিরে যান মিড-অনে এনামুল বিজয়কে ক্যাচ দিয়ে।
প্রাথমিক বিপর্যয় সামাল দেন আগের ম্যাচে ফিফটি করা মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। দলের রান পঞ্চাশ ছোঁয়ার পরপরই আঘাত হানে বৃষ্টি, প্যাভিলিয়নে ফিরতে হয় ক্রিকেটারদের। বৃষ্টিতে খেলা বন্ধের সময় নাজমুলের দলের সংগ্রহ ছিল ৫৪/৩। মুশফিক অপরাজিত ছিলেন ১৭ রানে, আফিফ আট রানে।
তামিম একাদশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান ও মুস্তাফিজ।