প্রেসিডেন্টস কাপে লিগ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নাজমুল একাদশ।
ফাইনালে পৌছাতে হলে লিগ পর্বের শেষ ম্যাচ জিততেই হবে তামিম ইকবালদের। অন্যদিকে, চার পয়েন্ট ও দারুণ নেট রান রেট নিয়ে বাকি দুই দলের চেয়ে বেশ এগিয়ে আছেন নাজমুল একাদশ।
ম্যাচে নাজমুলের দলে কোনো পরিবর্তন না থাকলেও দুটি পরিবর্তন এনেছেন তামিম। তাইজুল ইসলাম ও তানজিদ হাসানের বদলে দলে জায়গা পেয়েছেন আকবর আলি ও শরিফুল হাসান।
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন, আকবর আলি (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ (সুপার সাব)
নাজমুল একাদশ: সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন