সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের কাছ থেকে গুরুত্বপূর্ণ উপদেশ পেয়েছেন তরুণ ব্যাটসম্যান ইরফান শুক্কুর। সেজন্য নিজের সেরাটা দিতে সবসময়ই প্রস্তুত তিনি।
বিসিবি প্রেসিডেন্টস কাপের লিগ ম্যাচে ব্যাট হাতে দারুন পারফরমেন্স শুক্কুরে। এর অনেকটা কৃতিত্বই মুশফিককে দিয়েছেন তিনি। বলেছেন,‘মুশফিক ভাই বলেছেন নিজেদের সেরাটা দেখাতে।’
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের কথা ফেলার উপায় নেই শুক্কুরের। অনুগত ভক্তের মতই শুনেছেন তার উপদেশ। তিনি বলেন, ‘আমি তার কথাগুলো শুনতে চেষ্টা করছি। উনি কথা কম কথা বললেও যা বলেন তা অনুপ্রেরণার। তিনি (আমাকে) বলেছেন, বৈশিষ্ট্য ও মাঠের ভেতরের আচরণ যাতে একই রাখি। সেটিই আমি চালিয়ে যেতে চাচ্ছি।’
শুক্কুরের কাছে প্রেসিডেন্টস কাপ নির্বাচকদের নজরে আসার বড় সুযোগ। সেই সুযোগ নিতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি দুই বছর ভাল অবস্থায় ছিলাম না। এর আগে আমি তিন বছর হাই পারফরমেন্স ক্যাম্পে ছিলাম। এই টুর্নামেন্টে দলের প্রয়োজনে আমি খেলতে চাই।’
মুশফিক ছাড়াও তামিম ইকবাল ও অন্য সিনিয়রদের সঙ্গে কথা বলেছেন শুক্কুর। সবারই এক উপদেশ, কঠোর পরিশ্রম। এখন সেটি অক্ষরে অক্ষরে পালন করতে চান তিনি। বলেন,‘সিনিয়ররা আমাকে কঠোর পরিশ্রম করতে বলেছেন। ইতিবাচক মনোভাব রাখতে ও ফিটনেসের ব্যাপারে সজাগ থাকতে বলেছেন। আমি মনে করি, প্রতিযোগিতামূলক ক্রিকেটে সকলেই তাই করে। তারা দীর্ঘদিন ধরে জাতীয় দলকে প্রতিনিধত্ব করছেন। উনাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করে ভালো লাগছে।’ সূত্র: বাসস।