বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফাইনালে চোখ দুই অধিনায়কের

  • শামস রহমান, ঢাকা   
  • ১৬ অক্টোবর, ২০২০ ১৮:৩৯

প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল নাজমুল একাদশ। দ্বিতীয় ম্যাচে তারা স্বাদ নেয় হারের। মাহমুদুল্লাহ একাদশ প্রথম ম্যাচে হারের পর জিতে নেয় পরের ম্যাচ।

তিন দলের প্রেসিডেন্টস কাপের প্রথম পর্ব শেষে তিন দল একই সমতলে। একটি করে জয় নিয়ে সবার সংগ্রহে দুই পয়েন্ট। এগিয়ে যাওয়ার লড়াইয়ে শনিবার মুখোমুখি হতে যাচ্ছে নাজমুল একাদশ ও মাহমুদুল্লাহ একাদশ।

টুর্নামেন্টে দুই দলের পথ ছিল ভিন্ন। প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল নাজমুল একাদশ। দ্বিতীয় ম্যাচে তারা স্বাদ নেয় হারের। মাহমুদুল্লাহ একাদশ প্রথম ম্যাচে হারের পর জিতে নেয় পরের ম্যাচ।

একটি জায়গায় মিল আছে দুই দলের; ব্যাটিং ব্যর্থতা। প্রথম ম্যাচে নাজমুল একাদশ ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৯ রানে হারায় পাঁচ উইকেট। দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের ১০৩ রানের ইনিংসের পরও তারা গুটিয়ে যায় ১৭৯ রানে।

মাহমুদুল্লাহ একাদশ প্রথম ম্যাচে সংগ্রহ করে মাত্র ১৯৬। দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে তারা প্রথম তিন উইকেট হারায় শূন্য রানে। বিপর্যয় কাটিয়ে জয় তুলে নিলেও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের দুশ্চিন্তা হয়ে থাকবে ব্যাটিং।

দুই দলের বোলাররা আছেন দারুণ ফর্মে। নাজমুল হোসেনের এর চিন্তার খোরাক যোগাবে তামিম একাদশের বিপক্ষে বোলারদের ডেথ বোলিং। ১২৫ রানে আট উইকেট হারিয়ে ফেলা তামিম একাদশের ইনিংস থামে ২২১ রানে। শেষের ওভারগুলোয় মেহেদি হাসানকে আটকাতে পারেননি কোন বোলারই।

শনিবারের ম্যাচে মাহমুদুল্লাহ একাদশ নামবে আগের ম্যাচের একাদশ নিয়েই। নাজমুলের দলে ব্যাটিংকে আরও পোক্ত করে তুলতে পারভেজ হোসেন ইমন সুযোগ পেতে পারেন।

টুর্নামেন্টে ব্যাটিং ব্যর্থতার মত ধারাবাহিক হয়েছে বৃষ্টিও। প্রথম দুই ম্যাচে বৃষ্টি বাধা দেয় খেলা শুরুর তিন ওভার পর। তৃতীয় ম্যাচে প্রথম ইনিংসের ৪০ ওভার শেষ হওয়ার পর। আবহাওয়ার পূর্বাভাস বলছে শনিবার বৃষ্টির সম্ভাবনা সামান্যই। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

এ বিভাগের আরো খবর