করোনা পরীক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সবাই নেগেটিভ হয়েছেন। বুধবার অনুশীলনের আগে নমুনা দিয়েছিলেন সাত নারী ক্রিকেটার, কোচ ও ফিজিওসহ ১০ জন। তাদের সবার ফল নেগেটিভ এসেছে। বিসিবির নারী দলের প্রধান তৌহিদ মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
নারীদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জে অংশ নিতে দুবাই যাচ্ছেন জাহানারা আলম ও সালমা খাতুন। ঢাকা ছাড়ার আগে এটি ছিল তাদের প্রথম করোনা পরীক্ষা। ১৯ অক্টোবর দেশ ছাড়ার ৭২ ঘন্টা আগে আরও একবার তাদের করোনা পরীক্ষা করা হবে।
এই প্রথমবারের মত নারী ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়। জাহানারা-সালমার সাথে অন্য পাঁচ ক্রিকেটারও মিরপুরে অনুশীলন করেছেন। তারা হলেন নাহিদা আক্তার, শাম্মি সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল ও রাবিয়া খান। সকলেরই করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। সূত্র: বাসস।