বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনূর্ধ্ব ১৯ ক্যাম্পে করোনা বিরতি

  • শামস রহমান, ঢাকা   
  • ১৫ অক্টোবর, ২০২০ ১৮:০৯

ক্যাম্পে কয়েকজন খেলোয়াড়ের করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় ক্যাম্প দুই দিন বন্ধ রাখা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম কায়সার। তিনি জানান, আইসোলেশনে রাখা হয়েছে খেলোয়াড় এবং তাদের সাথে সংস্পর্শে আসা ক্রিকেটারদের।

পহেলা অক্টোবর বিকেএসপিতে শুরু হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। শুরুর দুই সপ্তাহের মধ্যেই করোনাভাইরাসের কারণে বিরতি পড়েছে ক্যাম্পে।

ক্যাম্পে কয়েকজন খেলোয়াড়ের করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় ক্যাম্প দুই দিন বন্ধ রাখা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম কায়সার। তিনি জানান, আইসোলেশনে রাখা হয়েছে খেলোয়াড় এবং তাদের সাথে সংস্পর্শে আসা ক্রিকেটারদের।

কায়সার বলেন, ‘বুধবার, বৃহস্পতিবার এই দুই দিন অনুশীলন বন্ধ রেখেছি আর শুক্রবার তো আমদের বন্ধ থাকে। আরও একটা বিষয় হলো করোনা ঠিক বলবো না, দুই একজন ক্রিকেটারে মাঝে উপসর্গ দেখেছি।'

যারা ওদের সংস্পর্শে ছিল, বিশেষ করে রুমের মধ্যে যে ক্রিকেটার হাঁচি-কাশি দিচ্ছেন তার রুমমেট। আমরা কিছু দিনের জন্য ওদের (অনুশীলন) বন্ধ করে দিয়েছি। টেস্ট (করোনা) করার পরে আমরা আবার অনুশীলন শুরু করবো। সতর্কতার অংশ হিসেবে অনুশীলন বন্ধ রেখেছি।’

কায়সার আরও জানান যুব এশিয়া কাপ স্থগিত করার কারণে ক্যাম্পের সময় কমিয়ে আনা হচ্ছে তিন সপ্তাহে।

তিনি বলেন, ‘আমরা চিন্তা করছি যেহেতু এশিয়া কাপটা পিছিয়ে গেছে তো আমাদের ক্যাম্পটা হওয়ার কথা ছিল চার সপ্তাহের। আমরা এটার ডিউরেশন কমাব আর কি। হয়ত তিন সপ্তাহ করে ট্রেনিং শেষ করব। এটা আমাদের পরিকল্পনা।'

৪৫ জন ক্রিকেটার নিয়ে অনূর্ধ্ব ১৯ দলের প্রাথমিক ক্যাম্প হয় আগস্টের ২৩ থেকে সেপ্টেম্বরের ১৮ তারিখ পর্যন্ত। সেখান থেকে বাছাই করা ২৮ ক্রিকেটারকে নিয়ে ১ অক্টোবর বিকেএসপিতে শুরু হয় দ্বিতীয় ক্যাম্প।

এ বিভাগের আরো খবর