প্রেসিডেন্টস কাপের তৃতীয় ম্যাচে তামিম একাদশের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নাজমুল একাদশ। টুর্নামেন্টে দুই দলের এটি দ্বিতীয় ম্যাচ।
নাজমুল একাদশ দলে কোন পরিবর্তন আনেনি। একটি পরিবর্তন আছে তামিম একাদশে। লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদির যায়গায় খেলছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি।
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিথুন, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, আকবর আলি (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান (সুপার-সাব)।
নাজমুল একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিন (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন, আল-আমিন হোসেন (সুপার-সাব)।