২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার পর মিকি আর্থারের জায়গায় পাকিস্তানের কোচের দায়িত্ব পান সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। একই সঙ্গে তিনি দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচকের। বুধবার প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়েছেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।
জুলাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের নীতিতে পরিবর্তন আনে। যাতে বলা হয় বোর্ডে স্বার্থগত দ্বন্দ্ব তৈরি হয় এমন কোনো পদে কেউ থাকতে পারবেন না। এতেই মিসবাহর পক্ষে অসম্ভব হয়ে পড়ে একই সঙ্গে কোচ এবং প্রধান নির্বাচক হয়ে থাকা।
পিসিবির এই নীতি আগে না থাকায় একই সঙ্গে দুটি দায়িত্ব নিয়েছিলেন মিসবাহ। এখন শুধুমাত্র কোচ হিসেবেই থাকতে যাচ্ছেন সাবেক পাকিস্তান অধিনায়ক।
‘একই সাথে দুটি দায়িত্ব আমি সম্পূর্ণ উপভোগ করেছি। কিন্তু গত ১২ মাস সময়কে পর্যালোচনা করে এবং আগামী ২৪ মাসের কাজের চাপকে বিবেচনায় নিয়ে আমি মনে করি যে, আমার জন্য একটি পদে সম্পূর্ণ সময়, কর্মশক্তি ও মনোযোগ বিনিয়োগ করাটাই সঠিক সিদ্ধান্ত,’ বলেন মিসবাহ।
মিসবাহ যোগ করেন, ‘কোচিং আমার আবেগের জায়গা এবং আমার লক্ষ্য হচ্ছে খেলোয়াড়দের উন্নতিতে অবদান রাখা এবং দলকে সাফল্য অর্জনে সহায়তা করা। গত বছর যখন আমাকে নিয়োগ দেওয়া হয়, তখন আমাকে প্রথমে কোচের পদটি অফার করা হয় এবং তারপর সুযোগ দেওয়া হয় প্রধান নির্বাচক হওয়ার। যা আমি খুশি মনে গ্রহণ করি।’