মারা গেছেন নিউ জিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ও তাদের প্রথম টেস্ট ম্যাচ জয়ের অধিনায়ক জন রিড। বুধবার অকল্যান্ডে ৯২ বছর বয়সে মারা যান ব্ল্যাক ক্যাপদের হয়ে ৫৮টি টেস্ট খেলা এই ক্রিকেটার।
পঞ্চাশের দশকের অন্যতম সেরা এই অলরাউন্ডার নিউ জিল্যান্ডের হয়ে ৩৪টি টেস্টে অধিনায়কত্ব করেছেন। তার অধীনে অভিষেকের ২৬ বছর পর টেস্টে প্রথম জয় পায় নিউ জিল্যান্ড। তার অধিনায়কত্বে নিজেদের প্রথম তিনটি টেস্ট ম্যাচ জিতে নিউ জিল্যান্ড। যাদের মধ্যে প্রথমটি ছিল উইন্ডিজের বিপক্ষে ১৯৫৬ সালে অকল্যান্ডে। পরের দুটি আসে সাউথ আফ্রিকার বিপক্ষে ১৯৬১-৬২ মৌসুমে।
৫৮ টেস্টের ক্যারিয়ারে ৮৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৪২৮ রান করেন এই পেস বোলিং অল রাউন্ডার। রিড সেঞ্চুরি করেছিলেন মোট ছয়টি। ক্যারিয়ার সেরা ১৪২ রানের ইনিংস খেলেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে ১৯৬১ সালের বক্সিং ডে টেস্টে।
প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ম্যাচ খেলেছেন ২৪৬টি। উইকেট নিয়েছেন ৪৬৬টি এবং ৪১.৩৫ গড়ে রান করেছেন ১৬,১২৮।
১৯৬৫ সালে অবসর গ্রহণ করেন রিড, এরপর কাজ করেন নিউ জিল্যান্ডের নির্বাচক ও ম্যানেজার এবং আইসিসির ম্যাচ রেফারি হিসেবে।
জন রিড এর মৃত্যুতে শোক প্রকাশ করেন নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। তিনি বলেন, ‘যথাযথ সময়ে নিউ জিল্যান্ড ক্রিকেট জন রিডের অসাধারণ জীবন এবং ক্যারিয়ারকে সম্মান প্রদর্শন করবে।’