করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট ম্যানেজার এইএম কাওসার।
তিনি বলেন, ‘অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ স্থগিত হয়েছে। যা ২০২১ সালে অনুষ্ঠিত হবে। আগামী বছর উপযুক্ত সময়ে আয়োজন করাই প্রধান লক্ষ্য এসিসির।’
যুব ক্রিকেটারদের টুর্নামেন্টটি নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবার কথা ছিল। বিশ্বকাপের পর এশিয়া কাপই ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম টুর্নামেন্ট। করোনার কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড়েরা।