বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ৪৭ ওভারে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় টস হেরে ব্যাট করতে নামা তামিমের দলের সংগ্রহ ছিল এক উইকেটে ১২।
প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। যে কারণে তামিম একাদশ ও মাহমুদুল্লাহ একাদশের ম্যাচে ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ৪৭ ওভারে। সাড়ে তিনটায় আবারও মাঠে নামবে দুই দল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় টস হেরে ব্যাট করতে নামা তামিমের দলের সংগ্রহ ছিল এক উইকেটে ১২।
প্রথম ম্যাচের মত মঙ্গলবারের ম্যাচেও বৃষ্টি আঘাত হানে তিন ওভার খেলা হওয়ার পর। এই তিন ওভারের মধ্যেই আউট হন তামিম ইকবাল।
দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে রুবেল হোসেনের ডেলিভারিতে এলবিডাব্লিউ হন জাতীয় দলের ওপেনার। দুই রান আসে তার ব্যাট থেকে।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় উইকেটে ছিলেন তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়।