প্রায় ১৩ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে তামিম একজনই। জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল খান। কিন্তু অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জয়ের পর লাইমলাইটে চলে আসেন আরেক তামিম; তানজিদ হাসান তামিম।
তিন দলের প্রেসিডেন্টস কাপে এবার দুই তামিমই খেলছেন তামিম একাদশে। এতেই নাম নিয়ে মধুর এক সমস্যায় পড়েছেন তামিম ইকবাল।
সোমবার এক ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেন, অনুশীলনে তামিম বলে কেউ ডাক দিলেই তৈরি হয় বিভ্রান্তি।
তামিম ইকবাল বলেন,‘কালকে (মঙ্গলবার) আরেক তামিমের সাথে আমি ওপেন করব। আপাতত আমরা একটু কনফিউজড হয়ে যাচ্ছি কারণ এতদিন ধরে সবাই আমাকে তামিম ভাই করে ডাকে। তো এখন অনেকে, তামিম! তামিম! করে ডাকে, তখন আমাদের দুই জনকেই তাকাতে হয় সবার দিকে। এখন আমি বলেছি যে ওকে কোন অন্য নামে ডাকা ভাল।'আরও পড়ুন: তামিমদের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহর চাই জয়
তানজিদ তামিমের প্রশংসায়ও পঞ্চমুখ ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। তার মতে, তানজিদ তামিম বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের তারকা।
তিনি ভিডিও বার্তায় যোগ করেন,‘ওকে যতটুকু দেখলাম এই কয়দিনে, হি লুকস ভেরি এক্সাইটিং, ভেরি প্রমিসিং। ওর সাথে দুই-তিন নেট শেয়ার করেছি, ওকে বাংলাদেশের জন্য খুব ভাল একজন সম্ভাবনাময় ক্রিকেটার মনে হয়েছে। আশা করি ও একটা ভাল টুর্নামেন্ট পার করবে এবং আমি ওর সাথে ইনিংস ওপেন করার জন্য মুখিয়ে আছি’।