মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ক্রিকেট শেষবার গড়িয়েছিল মার্চের ১৬ তারিখ, ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সেই ম্যাচে মুখোমুখি হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক। এরপর করোনাভাইরাসের কারণে মিরপুরে ক্রিকেট ছিল না ছয় মাসেরও বেশি সময়। প্রস্তুতি ম্যাচ দিয়ে ক্রিকেট ফেরে ঠিকই, কিন্তু দুই অধিনায়কের টস হয়নি।
অবশেষে ২০৮ দিন পর, ‘প্রেসিডেন্টস কাপ’ এর প্রথম ম্যাচে হল টস। ‘নাজমুল একাদশ’ এবং ‘মাহমুদুল্লাহ একাদশ’ এর হয়ে টস করতে নামেন নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
টস জিতে নেন শান্ত, সিদ্ধান্ত নেন বোলিং করবার। প্রায় সাত মাস পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে তাই প্রথমে ব্যাট করবে ‘মাহমুদুল্লাহ একাদশ’।
টুর্নামেন্টের নিয়মানুযায়ী প্রতি দল খেলাতে পারবে সর্বমোট ১২ জন খেলোয়াড়, সেখান থেকে ব্যাট করতে পারবেন ১১ জন। থাকছে না ডিআরএস কিংবা থার্ড আম্পায়ার।
মাহমুদুল্লাহ একাদশঃ লিটন দাস, নাইম শেখ, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান (উইকেট-রক্ষক), এবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব
নাজমুল একাদশঃ সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, রিশাদ আহমেদ, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আল-আমিন হোসেন