তিন দলের প্রেসিডেন্টস কাপ শুরু হচ্ছে রোববার। ‘তামিম একাদশ’, ‘শান্ত একাদশ’ ও ‘মাহমুদুল্লাহ একাদশ’ নামের তিন দল নিয়ে হতে যাওয়া টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জৈব নিরাপত্তা বলয়ের মধ্যে।
জৈব নিরাপত্তা বলয়ে ক্রিকেটাররা প্রবেশ করেন শনিবার, তবে তার আগে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবার করোনা পরীক্ষা করানো হয় শুক্রবার।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিউজবাংলাকে জানান, খেলোয়াড় এবং কোচিং স্টাফ সবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
'সবার (খেলোয়াড় এবং কোচিং স্টাফ) নেগেটিভ এসেছে। আজকে সবাই হোটেলে চেক-ইন করেছে,' জানান ডঃ দেবাশীষ।
‘মাহমুদুল্লাহ একাদশ’ ও ‘শান্ত একাদশ’ এর ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল সহ ম্যাচ হবে মোট সাতটি। ফাইনালে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল।
সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির, শুরু হবে দুপুর দেড়টায়। প্রতিটি ম্যাচের জন্য রাখা হয়েছে এক দিন করে ‘রিজার্ভ ডে’। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে, শোনা যাবে বাংলাদেশ বেতারে।