বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধোনির ৫ বছরের কন্যাকে ধর্ষণের হুমকি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ অক্টোবর, ২০২০ ১৪:১৭

এবারের মৌসুমে সুপার কিংসের ফর্ম ভালো যাচ্ছে না। ছয় ম্যাচের চারটিতেই হেরে গেছে তিনবারের শিরোপাজয়ী দলটি। দলের এমন পরিণতির জন্য ভক্তরা দায়ী করছেন অধিনায়ক ধোনিকে। সোশ্যাল মিডিয়ায় গত দুই দিন ধরে ধোনিকে নিয়ে ট্রল চলছিল। এর মাঝেই কিছু ভক্ত ধোনির পাঁচ বছরের মেয়েকে ধর্ষণের হুমকি দেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ হেরে যাওয়ার খেসারত দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ায় সাবেক ভারতীয় অধিনায়কের পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে দেয়া হয়েছে ধর্ষণের হুমকি।

বুধবার রাতে কলকাতা নাইট রাইডার্সের কাছে আইপিএলে ১০ রানে হেরে যায় ধোনির দল চেন্নাই সুপার কিংস। এবারের মৌসুমে সুপার কিংসের ফর্ম ভালো যাচ্ছে না। ছয় ম্যাচের চারটিতেই হেরে যায় তিনবারের শিরোপাজয়ী দলটি। দলের এমন পরিণতির জন্য ভক্তরা দায়ী করছেন অধিনায়ক ধোনিকে।

সোশ্যাল মিডিয়ায় গত দুই দিন ধরে ধোনিকে নিয়ে ট্রল চলছিল। এর মাঝেই কিছু ভক্ত ধোনির পাঁচ বছরের মেয়েকে ধর্ষণের হুমকি দেন।

বিষয়টি নিয়ে ভারতীয় সোশ্যাল মিডিয়ায় চলছে নিন্দার ঝড়। ধোনির সাবেক সতীর্থ ইরফান পাঠানের মতে, খেলোয়াড়দের ব্যর্থতার দায় তাদের পরিবার, বিশেষ করে কোনো শিশুর ওপর দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এক টুইটে সাবেক এ পেসার লিখেন, 'সব খেলোয়াড় সবসময় তাদের সেরাটা দেন। অনেক সময় সেটা কাজে আসে না। কিন্ত সেটার জন্য শিশুকে হুমকি দেয়ার অধিকার কারও নেই।

সাবেক বলিউড অভিনেতা ও বর্তমানে রাজনৈতিক কর্মী নাগমা নিজের টুইটারে দেশটির প্রধানমন্ত্রীকে লিখেন, ‘দেশ হিসেবে আমরা যেদিকে যাচ্ছি, সেটি জঘন্য। সিএসকে কেকেয়ারের কাছে আইপিলের ম্যাচ হেরে যাওয়ায় ধোনির পাঁচ বছরের শিশুকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। জনাব #প্রধানমন্ত্রী আমাদের দেশে এসব কি হচ্ছে?’

কিছুদিন আগে ভারতের বর্তমান অধিনায়ক ভিরাট কোহলি আইপিএলে রান না পাওয়ায় ট্রলের শিকার হন তার স্ত্রী ও বলিউড অভিনেতা আনুশকা শর্মা।

এ বিভাগের আরো খবর