বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জোনসকে শেষ 'ল্যাপ অফ অনার'

  •    
  • ৭ অক্টোবর, ২০২০ ১৩:০৮

তার মরদেহ বহনকারী গাড়িটিতে ফুল দিয়ে '৩২৪' নম্বরটি লেখা ছিল। ডিন জোনস ছিলেন অস্ট্রেলিয়ার ৩২৪ নম্বর আন্তর্জাতিক ক্রিকেটার।

সদ্য প্রয়াত সাবেক ক্রিকেটার ডিন জোনসকে শেষ বিদায় জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবার তার মরদেহকে একটি বিশেষ গাড়িতে করে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) 'ল্যাপ অফ অনার' দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

তার মরদেহ বহনকারী গাড়িটিতে ফুল দিয়ে '৩২৪' নম্বরটি লেখা ছিল। ডিন জোনস ছিলেন অস্ট্রেলিয়ার ৩২৪ নম্বর আন্তর্জাতিক ক্রিকেটার। এই সময় তার পরিবার সদস্য ও এমসিজির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৪ সেপ্টেম্বর হার্ট অ্যাটাকে মুম্বাইয়ে মারা যান জোনস। ৫৯ বছর বয়স্ক সাবেক এই অস্ট্রেলিয়ান তারকা ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।

অস্ট্রেলিয়ার ১৯৮৭ বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য ছিলেন জোনস। ওয়ানডে ক্রিকেটে আক্রমনাত্মক ব্যাটিং করে নিজেকে ফরম্যাটটির অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন ১৬৪ ওয়ানডে খেলা এই ডানহাতি।

ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটার হ্যান্ডল

ওডিআইতে জোনস ৬,০৬৮ বেশি রান করেছেন ৪৪.৬১ গড়ে। টেস্টে ৫২ টেস্টে ৪৬.৫৫ গড়ে রান করেছেন ৩,৩৬১। ১৯৮৪ সালের জানুয়ারিতে অভিষেকের পর, ১৯৯৪ সালে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে চাপান তিনি।

১৯৯৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্যারিয়ার গড়েন ক্রিকেট ধারাভাষ্যে। নিঁখুত বিশ্লেষণ, ও বুদ্ধিদীপ্ত মন্তব্যের জন্য ‘প্রফেসর ডিনো’ উপাধি পাওয়া জোনস ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন বাংলাদেশ সহ বিশ্বের সবগুলো টেস্ট ক্রিকেট খেলুড়ে দেশে।

এ বিভাগের আরো খবর