নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কর্পোরেট টি-টোয়েন্টি লিগ দিয়ে ক্রিকেটে ফিরবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বিসিবির তিন দলের প্রস্তুতি মূলক ওয়ানডে টুর্নামেন্টের স্কোয়াডে নেই মাশরাফির নাম। এই টুর্নামেন্ট খেলতে না পারলেও, কর্পোরেট লিগে খেলবেন তিনি, এমনটা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
আজ মিরপুরে গণমাধ্যমকে তিনি বলেন, 'বিষয়টি এমন নয় যে, তিন দলের ৫০ ওভারের টুর্নামেন্টে খেলতে চান না মাশরাফি। তবে হঠাৎ করেই উনি শুনতে পেরেছেন যে, টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তার পর্যাপ্ত অনুশীলন ছিল না এবং যদি কেউ এই টুর্নামেন্টটি খেলতে চায়, তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইন ও জৈব-সুরক্ষা পরিবেশে থাকতে হবে। তবে কর্পোরেট টি-টুয়েন্টি লিগে খেলবেন তিনি। যা আগামী নভেম্বরে মাঝামাঝি সময়ে আমরা আয়োজন করবো।'
কর্পোরেট লিগের নিয়ম-কানুন এখনো চূড়ান্ত করেনি বিসিবি। তবে তারা স্পষ্ট করেছে, ক্রিকেটকে মাঠে ফেরাতে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে টুর্নামেন্টটি আয়োজন করা হবে।
বিসিবি সভাপতি আরও জানান, 'এটি নিশ্চিত যে, কর্পোরেট লিগ অনুষ্ঠিত হবে। তবে আমরা এখনো সিদ্বান্ত নিতে পারিনি, আসরটি নিলামে হবে বা বিদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি দেয়া হবে কি-না। আমি মনে করি, নিলাম হবে। তবে কতজন বিদেশি ক্রিকেটারকে অনুমতি দেয়া হবে, তা নিশ্চিত নয়। আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি যে, টুর্নামেন্টটি উন্মুক্ত হবে বা খেলোয়াড়দের পুল হবে। আমাদের অনেক কিছুর সিদ্ধান্ত নিতে হবে।'
তবে বাংলাদেশ ক্রিকেটের সিগনেচার টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর মত বড় আয়োজনে বসবে না কর্পোরেট লিগ সেটি নিশ্চিত করেছেন নাজমুল হাসান।