সড়ক দুর্ঘটনায় আহত আফগান ক্রিকেটার নাজিব তারাকাই মারা গেছেন। আফগানিস্তানের হয়ে একটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলা তারাকাইয়ের বয়স হয়েছিল ২৯।
গেল শুক্রবার জালালাবাদ শহরে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হন তারাকাই। হাসপাতালে নেয়ার পর তার সার্জারি করা হয়। এক সপ্তাহ ছিলেন আইসিইউতে। উন্নত চিকিৎসার জন্য তাকে কাবুল বা দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়ার কথা ভাবছিল আফগান ক্রিকেট বোর্ড। তবে সেই সুযোগ আর পায়নি বোর্ড।
আজ সকালে বোর্ড জানিয়েছে, মারাত্মক চোট থেকে আর ফিরতে পারেননি এই টপ অর্ডার ব্যাটসম্যান।
নিজেদের টুইটার হ্যান্ডলে এক পোস্টে তারা জানিয়েছে, ‘দলের আক্রমণাত্মক ওপেনার ও চমৎকার একজন মানুষ নাজিব তারাকাইয়ের (২৯) মৃত্যুতে এসিবি ও ক্রিকেটভক্ত দেশ আফগানিস্তান শোকাহত। তিনি আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।’
২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় নাজিবের অভিষেক হয় আন্তর্জাতিক ক্রিকেটে। সবশেষ আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন বাংলাদেশের বিপক্ষে।