শ্রীলংকার সফর স্থগিত হয়ে যাওয়ায় প্রস্তুতি ম্যাচ নিয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে একটি দুইদিনের ম্যাচ খেলেছেন মুশফিক-মাহমুদুল্লাহরা। ম্যাচে সেঞ্চুরি করেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
এক দিনের বিরতি দিয়ে সোমবার থেকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন ক্রিকেটাররা। প্রথম ম্যাচে বিশ্রামে ছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তবে দ্বিতীয় দুইদিনের ম্যাচে খেলবেন এই বাঁহাতি ওপেনার। ওটিস গিবসন একাদশের বিপক্ষে রায়ান কুক একাদশের হয়ে খেলবেন তিনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হচ্ছে ম্যাচটি।
মার্চে করোনাভাইরাসের কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থমকে যায়। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের পর বন্ধ হয় ঘরোয়া ক্রিকেট।
সাড়ে ছয় মাস পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন খেলোয়াড়েরা।
শ্রীলংকা সিরিজ স্থগিত হওয়ায়, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুকের নামে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছেন জাতীয় দলের স্কিল ক্যাম্পে ডাক পাওয়া সদস্যরা। সূত্র: বাসস