উপহারটি এসেছে মুশফিকের 'এম আর ফিফটিন' ফাউন্ডেশন থেকে। মুশির দেয়া মাস্ক পরে বাংলাদেশ দলের অনুশীলন সেশনের আগে ছবি তোলেন সবাই।
বৃহস্পতিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত সকল ক্রিকেটার, কোচ, সার্পোটিং স্টাফ ও গ্রাউন্ডসম্যানদের বিশেষ মাস্ক উপহার দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
উপহারটি এসেছে মুশফিকের 'এম আর ফিফটিন' ফাউন্ডেশন থেকে। মুশির দেয়া মাস্ক পরে বাংলাদেশ দলের অনুশীলন সেশনের আগে ছবি তোলেন সবাই।
এমআর ফাউন্ডেশনের মাধ্যমে সেবামূলক নানা কাজে নিযুক্ত ছিলেন মুশফিক। করোনার সময় তার ফাউন্ডেশন সারাদেশে অসহায়দের সহায়তা করেছে। সূত্র: বাসস