দেশে দুই সপ্তাহ অনুশীলনের পর শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব আল হাসান। করোনার সময়ে পাঁচ মাস দেশের বাইরে থাকার পর, ২ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুরু করেন অনুশীলন। দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম এবং মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ব্যক্তিগতভাবে অনুশীলন করেন সাকিব।
জুয়াড়ির প্রস্তাবের তথ্য গোপন করার অপরাধে আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব, ২৯ অক্টোবর ফিরতে পারবেন ক্রিকেটে।
নিষেধাজ্ঞা শেষে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনা ছিল এই বাঁহাতির। তবে সিরিজ বাতিল হয়ে যাওয়ায়, আপাতত বিসিবির পরিকল্পিত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরতে হবে তাকে।