২৮ সদস্যের অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১ অক্টোবর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে চার সপ্তাহের স্কিল ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। স্কিল ক্যাম্পের মাধ্যমে অনুর্ধ -১৯ বিশ্বকাপের প্রস্তুতিতে নামতে যাচ্ছে দলটি। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে পরবর্তী যুব বিশ্বকাপ।
ক্যাম্পে যোগ দেওয়ার আগে ২৯ সেপ্টেম্বর ক্রিকেটারদের রিপোর্ট করতে হবে মিরপুরের ক্রীড়া পল্লীতে। ৩০ সেপ্টেম্বর তাদের করোনা পরীক্ষা হবে। ১৭, ১৮, ২২, ২৪ ও ২৬ অক্টোবর স্কোয়াডের সদস্যরা পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবেন বলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুর্ধ -১৯ বিশ্বকাপের দল গঠনের জন্য প্রথমিকভাবে ৪৭জন ক্রিকেটারকে ডাকা হয়েছিল। দলটি বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক ক্যাম্পে অংশ নেয়। ২৩ আগস্ট শুরু হয়ে ক্যাম্প শেষ হয় ১৮ সেপ্টেম্বর। ওই চার সপ্তাহে দলটির সাতটি একদিনের অনুশীলন ম্যাচ খেলে। তবে খারাপ আবহাওয়া কারণে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৩০ ওভারের। সেখানকার পারফর্মেন্সের ভিত্তিতে ২৮ সদস্যের দল গঠন করেছে বিসিবি।
স্কোয়াড: মফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, শাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরব হাসান, আব্দুল্লাহ আল মামুন, মো: খালিদ হাসান, আইচ মোল্লাহ, আশরাফুল হাসান রিয়াদ খান, মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়োজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মুস্তাকিম মিয়া, আহসান হাবিব লিওন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল আলম সিয়াম, মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান ও জাকারিয়া ইসলাম শান্ত।