বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শান্তর লক্ষ্য লম্বা ইনিংস

  • বাসস   
  • ২৪ সেপ্টেম্বর, ২০২০ ২২:১৬

বিপিএল এবং ঘরোয়া টুর্নামেন্ট গুলোয় বেশ সফল ছিলেন শান্ত। বিপিএলে নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্টেগুলোতেও বড় ইনিংস খেলেছেন। জানান দিয়েছেন নিজের সামর্থ্যের।

নবাংলাদেশ জাতীয় দলে নিজের স্থান স্থায়ী করতে লম্বা ইনিংস খেলতে চান তরুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

২০১৭ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর ধারাবাহিকতার অভাবে জাতীয় দলে জায়গা পাকা করতে সমস্যা হচ্ছে তার। এই তিন বছরে তিনি মাত্র চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। 

তবে, বিপিএল এবং ঘরোয়া টুর্নামেন্ট গুলোয় বেশ সফল ছিলেন শান্ত। বিপিএলে নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্টেগুলোতেও বড় ইনিংস খেলেছেন। জানান দিয়েছেন নিজের সামর্থ্যের। 

জাতীয় দলে জায়গা নিশ্চিত করতে হলে বড় ইনিংস খেলার বিকল্প নেই সেটি বুঝতে পেরেছেন শান্ত, 'আগের দুই তিনটি ইনিংসে মনে হয় ভাল ব্যাট করেছি। সবখানেই আমি বড় ইনিংস খেলেছি এবং সেটি ছিল ধারাবাহিক। আমি বুঝতে পারছি আমার জন্য বড় ইনিংস গুরুত্বপূর্ণ। সেট পিচে আমাকে দীর্ঘ সময় টিকে থাকতে হবে।’

উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে হলে মানসিক ভাবে শক্ত হওয়া জরুরী গুরুত্বপূর্ণ। করোনার কারণে লকডাউনে থাকা শান্ত মনে করেন, শারীরিক দিকের পাশাপাশি ওই সময়টিতে তার মানসিক দিক নিয়ে কাজ করার সুযোগ হয়েছে।

তিনি বলেন, 'লকডাউন পালন করাটা কঠিন ছিল, কারণ ক্রিকেট খেলা যখন থেকে শুরু করেছি তার পর এত দীর্ঘ বিরতি আমি কখনো পাইনি। ক্রিকেট ছাড়া এত দীর্ঘ সময় ঘরে বন্দী থাকাটা ছিল বেশ কঠিন। তবে ইতিবাচক দিক হচ্ছে ওই সময় অতীতের ভুলগুলো নিয়ে পর্যালোচনার সুযোগ হয়েছে। একই সাথে ভাল ইনিংসগুলোও আমি পরখ করতে পেরেছি। এটি আমার জন্য খুবই উপকারী ছিল এবং আমার মনে হয় ভবিষ্যতেও এমন সুযোগ পাওয়াটা খারাপ হবে না।'

লকডাউন কাটানোর পর অনুশীলনের সুযোগ ছন্দে ফেরার জন্য দারুন কার্যকরী বলে মনে করেন শান্ত, 'এখন নেটে ব্যাটিং প্র্যাকটিস করছি। আমরা যদি ইতিবাচক থাকি তাহলে সবকিছুই ভাল ভাবে শেষ করা যাবে। তবে কাজটা কঠিন হবে। অনুশীলনে প্রথম কাজ হচ্ছে আগের ছন্দ ফিরে পাওয়া।

এ বিভাগের আরো খবর