দলের সাথে আনুষ্ঠানিক ভাবে যোগ দেওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন ক্রেইগ ম্যাকমিলান। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান জানিয়েছেন, পারিবারিক কারণে বিসিবির সাথে কাজে যোগ দিতে চান না তিনি। আজ এক আনুষ্ঠানিক বার্তায় বিসিবি ম্যাকমিলানের যোগ না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। শ্রীলংকা সিরিজ হলে, টাইগারদের জন্যে নতুন ব্যাটিং পরামর্শক খুঁজতে হবে বিসিবিকে।