আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এই উপলক্ষে মাত্র দুই টাকা লাভে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছেন ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার এক ব্যবসায়ী। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।
গত ২৮ মার্চ থেকে এই উদ্যোগ শুরু করেছেন রাফসান ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী রবিউল ইসলাম। তিনি জানিয়েছেন, পুরো রমজান মাসজুড়েই স্বল্প লাভে পণ্য বিক্রি করবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে গিয়ে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
এ প্রসঙ্গে রবিউল ইসলাম বলেন, ‘রমজান হচ্ছে সংযমের মাস। আমি সারা বছরই লাভ করি। এবার না হয় কম করব। এতে করে যারা রমজান মাসে রোজা রাখবে তারা বাড়তি উপকার পাবে। আমি নিজেকে ধন্য মনে করছি। তবে আমার ক্ষতি হবে না। যেভাবে বিক্রি হচ্ছে আমার অতিমাত্রায় বেচাকেনা হওয়ার কারণে পুষিয়ে আসবে।’
তিনি বলেন, ‘রূপচাঁদা তেল আমার কেনামূল্য ৫৬ টাকা, বিক্রি করছি ৫৮ টাকা। অন্যরা বিক্রি করছে ৬৪ টাকা। পুষ্টি সয়াবিন তেল কেনামূল্য ৫৩ টাকা, বিক্রি করছি ৫৫ টাকা। অন্যরা বিক্রি করছে ৬৩ টাকা। চিনি ক্রয়মূল্য ৭৫ টাকা, বিক্রি করছি ৭৭ টাকা। অন্যরা বিক্রি করছে ৮০ টাকা। এরকম সব ধরনের পণ্য দুই টাকা লাভে বিক্রি করছি।’
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘জীবনে এই প্রথম দেখছি মাহে রমজান উপলক্ষে সুন্দর সিস্টেম চালু করা। অনেকে রমজান মাস আসলে কীভাবে মানুষের গলা কাটবে, সেই চিন্তায় থাকে। ব্যবসায়ী রবিউল ইসলামের এমন কর্মকাণ্ডে আমরা অনেক বেশি সন্তুষ্ট। তিনি যে সাহস দেখিয়েছেন, অনেক বড় ব্যবসায়ীরা সে সাহস দেখাতে পারেননি।’