কুমিল্লা নগরীর এক নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকায় মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ লড়াই।
কুমিল্লা ও চট্টগ্রামের সাতটি করে ১৪ মোরগ লড়াইয়ে অংশ নেয়। প্রতিদলে একটি করে মোট দুটি মোরগ রিজার্ভ রাখা হয়। লড়াইয়ে মোট ২-০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিভাগীয় আসিল উন্নয়ন সংস্থা।
সরেজমিনে দেখা যায়, দু’দলের মোরগগুলোকে গোসল করিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত করছেন মালিকরা। প্রতিটি খাঁচায় আলাদা করে রাখা মোরগগুলোর জন্য খাবার ব্যবস্থাও করা হয়।
শুক্রবার সন্ধ্যায় কাউন্সিলর গোলাম কিবরিয়া বিজয়ী ও রানারআপদের হাতে পুরস্কার তুলে দেন।
চট্টগ্রাম আসিল উন্নয়ন সংস্থার সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘আমরা বহু বছর ধরে মোরগ লড়াইয়ের আয়োজন করে আসছি। এ বছর স্বাগতিক কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। ভালোই লাগছে।’
কুমিল্লা সিটি আসিল ক্লাবের সভাপতি হাসান সাথী বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুদ্ধ হয়েছে। জয় পরাজয় বড় নয়, আমরা সুন্দরভাবে আয়োজনটি শেষ করতে পেরেছি এখানেই স্বার্থকতা।’