বরিশাল বিমানবন্দর সবচেয়ে আধুনিকভাবে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। বলেছেন, ‘বরিশাল বিমানবন্দর হবে সব থেকে আধুনিক ও যুগোপযোগী এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিমানবন্দর। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
‘আমরা প্রকল্প নিচ্ছি। বরিশালের রানওয়ে অনেক বড় হবে এবং টার্মিনাল হবে সবচেয়ে অত্যাধুনিক।’
বরিশাল বিমানবন্দর পরিদর্শনে এসে শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বরিশাল বিমানবন্দরের বিষয়ে প্রধানমন্ত্রী অনেক আন্তরিক। ওনার নির্দেশনায় বরিশাল বিমানবন্দরের রানওয়ে ওভার-লে করণ কাজে শিগগিরই হাত দিচ্ছি, যাতে বিমানের স্মুথ ল্যান্ডিং হয়। সেই সঙ্গে ৭৭৭ বিমান অর্থাৎ বড় বিমান যাতে নামতে পারে, সে জন্য রানওয়েকে আরও সাড়ে ৭০০ ফিট বাড়ানোর প্রকল্প আমরা হাতে নেব।
‘পাশাপাশি এখানে অত্যাধুনিক একটি নতুন টার্মিনাল করার কাজ খুব দ্রুত হাতে নেব। সব মিলিয়ে বরিশাল বিমানবন্দর নিয়ে আমাদের একটি মেজর প্রজেক্টর রয়েছে।’
২৪ ঘণ্টা বিমান নামতে-উঠতে পারে সেই লক্ষ্যে সব বিমানবন্দরে পর্যায়ক্রমে কাজ করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি বিমানবন্দরে যাতে ২৪ ঘণ্টা বিমান ওঠানামা করতে পারে সে ব্যবস্থা নেয়া। আমরা অনেকগুলোয় এ ধরনের ব্যবস্থা নিয়েছি। তবে কোভিডের কারণে বিদেশ থেকে স্পেশালাইজড আসতে না পারায় আমরা অনেকগুলো কাজ চালাতে পারিনি। বরিশালেও যাতে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করতে পারে, সে কাজ একই সঙ্গে করব।’
এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, ‘বরিশালে ফ্লাইট চালু হওয়ার পরও যাত্রী না থাকায় তা বন্ধ হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিকভাবে আমরা চাঙা হয়েছি। দেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তারা ফুল লোডেড হয়ে যাওয়া-আসা করছে।’
তিনি বলেন, ‘দক্ষিণাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর নেক নজর রয়েছে। আমরা প্রতিমন্ত্রীকে নিয়ে বিমানবন্দরটি পরিদর্শনে এসেছি। বরিশাল এয়ারপোর্ট দেশে ডমেস্টিক যতগুলো এয়ারপোর্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো হবে। এই নিশ্চয়তা এখন দিতে পারি।’