বঙ্গোপসাগরের গভীর অংশে একবার জাল ফেলে ১৭০ মণ ইলিশ তোলায় বরগুনার পাথরঘাটার এক ট্রলারচালককে সোনার চেইন উপহার দিয়েছেন ট্রলারমালিক।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) মঙ্গলবার দুপুরে এক ভরি ওজনের সোনার চেইনটি উপহার পান এফবি আল মদিনা নামের ট্রলারটির চালক ইমরান হোসেন। সে সময় ইলিশগুলো মণপ্রতি ২১ হাজার ৫২ টাকায় বিক্রিও হয়েছে।
ওই ট্রলারের মালিক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাথরঘাটা মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইন। তিনিই সোনার চেইনটি ইমরানের গলায় পরিয়ে দেন।
ট্রলারচালক ইমরান নিউজবাংলাকে বলেন, ‘গত শনিবার পাথরঘাটা থেকে বাজার-সদায় নিয়ে সাগরে মাছ শিকার করতে যাই। সেখানে রোববার রাতে জাল পেতে রাখি। সোমবার সকালে জাল তুললে প্রচুর ইলিশ পাই।
‘ট্রলারে মাছ রাখার জায়গা না হওয়ায় দ্রুত রওনা দিয়ে বিএফডিসি ঘাটে সোমবার রাতে পৌঁছাই। আজকে (মঙ্গলবার) সকাল থেকেই মাছ বিক্রি শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়ে যায়।’
এফবি আল মদিনার মালিক এনামুল হোসাইন বলেন, ‘বর্তমানে ইলিশের ভরা মৌসুম। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ইলিশ জালে ধরা পড়ছে না। গভীর সমুদ্রে লাল জালের ট্রলারে কিছু কিছু মাছ ধরা পড়ছে। তবে অনেকেই অল্প মাছ নিয়ে ঘাটে ফিরেছে।
‘আমার ট্রলারের জাল প্রায় ৩ কিলোমিটার লম্বা এবং ৩০ হাত খাড়া হওয়ায় বেশি পানিতে মাছ শিকার করতে পারে। এ কারণেই বেশি মাছ উঠেছে।’