বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক ‘শাপলাপাতার’ দাম ৫২ হাজার টাকা  

  •    
  • ২৪ আগস্ট, ২০২১ ১৪:৫৬

মাছ ব্যবসায়ী হাফিজ সরদার জানান, প্রায় ১০ মণ ওজনের শাপলাপাতা মাছটি বঙ্গোপসাগরে ধরা পড়ে পাঁচ দিন আগে। এতদিন ট্রলারেই ছিল সেটি। মঙ্গলবার সকালে কেবি মৎস্য বাজারে আনা হলে তিনি ও আরেক মাছ ব্যবসায়ী মিলে ৫২ হাজার ৫০০ টাকায় মাছটি কেনেন। এরপর ৩৫০ টাকা কেজি দরে সেটি খুচরা বাজারে বিক্রি করেন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে পাঁচ দিন আগে এক জেলের জালে ধরা পড়ে একটি ‘শাপলাপাতা’ মাছ। বিক্রির জন্য মঙ্গলবার সকালে সেটি নেয়া হয় বাগেরহাটের কেবি মৎস্য আড়তে।

সেখানে নিলামের জন্য তোলা হয় মাছটিকে। ৫২ হাজার ৫০০ টাকায় এটি কিনে নেন মাছ ব্যবসায়ী হাফিজ সরদার ও জাকির সরদার।

নিউজবাংলাকে হাফিজ জানান, প্রায় ১০ মণ ওজনের এই শাপলাপাতা মাছ বঙ্গোপসাগরে ধরা পড়ে পাঁচ দিন আগে। এতদিন ট্রলারেই ছিল সেটি। মঙ্গলবার সকালে কেবি মৎস্য বাজারে ট্রলারটি ভিড়লে অনুপ সাহার ঘরে মাছটি রাখা হয়।

সেখানে নিলামে তোলা হলে ৫২ হাজার ৫০০ টাকায় তিনি ও জাকির মাছটি কেনেন।

তিনি জানান, সেখান থেকে মাছটি নেয়া হয় সদরের খানজাহান আলী মাজার হাটে। রীতিমতো মাইকিং করা হয় বিক্রির জন্য।

শহরে সে খবর ছড়িয়ে পড়লে দুপুরে উৎসুক মানুষ বিশাল শাপলাপাতাকে দেখতে ভিড় করে ওই হাটে। ঘণ্টাখানেকের মধ্যেই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হয়ে যায় পুরো মাছ।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আলম শেখ বলেন, ‘দরগার হাটে বড় মাছ উঠেছে শুনে দেখতে চলে আসলাম। এত বড় মাছ আমি জীবনেও দেখি নাই। এক কেজি কিনছি।’

এ বিভাগের আরো খবর