নীলফামারীর ডোমরায় ইটবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
উপজেলার চিলাহাটি রেল স্টেশনের কাছে কাজিরহাট অরক্ষিত লেভেল ক্রসিংয়ে মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পর চিলাহাটি, ডোমার ও নীলফামারীর সঙ্গে রেল যোগাযোগ সাময়িক বন্ধ আছে।
নিহত ট্রাকের হেলপার সাকিল হোসেনের বাড়ি নওগাঁয়।
আহতরা হলেন নওগাঁর ট্রাকচালক হাসান মাহমুদ এবং নীলফামারীর বোদাপাড়া কাজিরহাটের ইট ব্যবসায়ী আনিছুর রহমান। তাদের ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জুয়েল বসুনিয়া জানান, নওগাঁ থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক কাজিরহাট লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রূপসা ট্রেনটি খুলনা যাচ্ছিল। ওই ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে।
চিলাহাটি রেল স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, ‘সকাল ৬টা ৫০ মিনিটে ছেড়ে যায় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি। এর ১০ মিনিট পরই খবর পাই চিলাহাটি থেকে ৫ কিলোমিটার দূরে কাজিরহাট লেভেল ক্রসিংয়ে ইটবোঝাই ট্রাকে ট্রেনটি ধাক্কা দিয়েছে।
‘পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এলেই উদ্ধারকাজ শুরু হবে। সকাল ১১টা পর্যন্ত উদ্ধারকারী রিলিফ ট্রেন না পৌঁছানোয় উদ্ধারকাজ শুরু হয়নি। ফলে এ রুটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।’