মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে পাঁচ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।
জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর মাহফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার বিকেলে ক্ষতিপূরণের এ চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ রেলওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ডরপ এ চেক বিতরণ করে। অনুষ্ঠানে ৩১৯ ক্ষতিগ্রস্তকে ৫ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৮৮২ টাকার চেক দেয়া হয়।
ডরপ-এর পরিচালক (পুনর্বাসন) লুৎফর কবীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (পুনর্বাসন) মহব্বতজান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর (সিএসসি) কর্নেল আজম ও সিএসসির কনসালট্যান্ট শ্যামা প্রসাদ বেপারী।
ডরপ জানায়, ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পিবিআরএলপি ফেস-১-এর আওতায় এখন পর্যন্ত ৫ হাজার ২৬২ ক্ষতিগ্রস্তের মধ্যে ১২৫ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৮৮২ টাকা বিতরণ করা হয়েছে।