চট্টগ্রাম নগরীতে পরিত্যক্ত অবস্থায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৫৪৬ কেজি অবৈধ জর্দা উদ্ধার করা হয়েছে।
শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের সামনে থেকে সোমবার দুপুর ১২টার দিকে জর্দাগুলো উদ্ধার করে চট্টগ্রামের আগ্রাবাদ শাখার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
গোপন সংবাদের ভিত্তিতে জব্দ করা জর্দার ওপর শুল্কের পরিমাণ ১৫ লাখ টাকা। শুল্কসহ জব্দকৃত জর্দার দাম প্রায় ৩৭ লাখ টাকা।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আগ্রাবাদ ভ্যাট বিভাগের প্রধান কমিশনার শাহিনূর কবির পাভেল।
তিনি জানান, একটি চক্র তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা করছে। চক্রটি দীর্ঘদিন ভ্যাট ফাঁকি দিচ্ছে। অবৈধ তামাকজাত পণ্যের নিয়ন্ত্রণে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট দপ্তর নিয়মিত অভিযান অভিযানে আইনি ব্যবস্থা নেয়ায় চক্রটি ভয় পেয়েছে। তাই ৫৪৬ কেজি জর্দা ভ্যাট ফাঁকি দিয়ে আনার পর গোপন জায়গায় সরাতে না পেরে পরিত্যক্ত অবস্থায় ফেলে চলে গেছে।
তিনি আরও জানান, এ বিষয়ে ভ্যাট আইন অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।