সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট বলেন, হালিশহর হাউজিং এস্টেট এলাকার ১ নম্বর সড়কের ১৩ নম্বর ভবনের ছাদে গাছের টবে পানি জমে থাকায় এর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে চকবাজার এলাকায় দুইটি বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এডিস মশার বিস্তার রোধে চট্টগ্রামে নগরীর কয়েকটি ভবনে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
নগরীর হালিশহর ও চকবাজার এলাকায় সোমবার বেলা ৩টায় অভিযান পরিচালনা করেন করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
নিউজবাংলাকে তিনি জানান, হালিশহর হাউজিং এস্টেট এলাকার ১ নম্বর সড়কের ১৩ নম্বর ভবনের ছাদে গাছের টবে পানি জমে থাকায় এর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে চকবাজার এলাকায় দুইটি বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য ও সিটি করপোরেশনের কর্মকর্তারা সহযোগিতা করেন বলে জানান তিনি।