বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিতাসে নৌকাডুবি, স্বামী-স্ত্রীর মৃত্যু

  •    
  • ২৩ আগস্ট, ২০২১ ১৭:৫৮

ইউএনও একরামুল ছিদ্দিক জানান, সোমবার দুপুরে তিনজন নৌকায় করে তিতাস নদে ঘুরতে বের হন। নৌকার পাশ দিয়ে একটি স্পিডবোট গেলে বড় ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। নৌকার মাঝি সাঁতরে পাড়ে ওঠেন। পরে স্থানীয় লোকজন রিয়াদ ও লিজার মরদেহ উদ্ধার করেন। এখনও তাদের শিশু নিখোঁজ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

নবীনগর উপজেলার উরখুলিয়া ও ভৈরবনগর গ্রামের মাঝামাঝি এলাকায় সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীনগরের কাইতলা গ্রামের মো. রিয়াদ ও তার স্ত্রী লিজা আক্তার। এ ঘটনায় তাদের আট বছরের শিশু মারিয়া নিখোঁজ।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক নিউজবাংলাকে জানান, রিয়াদ সিলেটে থাকতেন। পরিবার নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে এসেছিলেন। সোমবার দুপুরে তারা তিনজন নৌকায় করে তিতাস নদে ঘুরতে বের হন।

নৌকার পাশ দিয়ে একটি স্পিডবোট গেলে বড় ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। নৌকার মাঝি সাঁতরে পাড়ে ওঠেন। পরে স্থানীয় লোকজন রিয়াদ ও লিজার মরদেহ উদ্ধার করেন।

ইউএনও আরও জানান, মরদেহ দুটি উপজেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ হস্তান্তর করবে।

এ বিভাগের আরো খবর