ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের ধাক্কায় ভ্যানগাড়ি খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২০ বছর বয়সী সাগর মিয়ার বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগর প্রতিদিন সকালে শহরের ‘ঘাটুরার ফুডলিং ব্রেড’ বেকারির পণ্য নিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করতেন৷ সোমবার সকালে তিনি ভ্যান নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে সরাইলের দিকে যাচ্ছিলেন।
এ সময় কুট্টাপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তার ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িসহ সাগর রাস্তার পাশের খাদে পড়ে যান।
পরে গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও ভ্যানগাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।