ঝিনাইদহের হরিণাকুন্ডুতে রাস্তার পাশ থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সুরা গ্রামের ব্রীজ এলাকায় রাস্তার পাশ থেকে সোমবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন। তবে ওই যুবকের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় হাসান আলী নামের এক ব্যক্তি জানান, রোববার রাত ১০টার দিকে দুটি গুলির শব্দ শুনতে পান তারা। আতশবাজির শুব্দ ভেবে কেউ সেখানে যাননি। সোমবার সকালে রাস্তার পাশে যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেন তারা।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই যুবকের মাথায় গুলি করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।